প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২১:৩৩
চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫
শনিবার প্রথম ম্যাচে রাঙ্গামাটির সাথে খেলবে চাঁদপুর জেলা ক্রিকেট দল

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর খেলা। টুর্নামেন্টে অংশ নিয়েছে বিভাগের ১১টি জেলার ক্রিকেট দল।
|আরো খবর
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ৯টায় চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ফ্রুটস রাঙ্গামাটি জেলা ক্রিকেট দলের সাথে খেলতে নামবে এবি ব্যাংক চাঁদপুর জেলা ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে চাঁদপুর জেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, হাসান আল জায়েদ রিফাই, জেলা দলের টিম ম্যানাজার সৈয়দ শামিম ফারুকী, ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, আম্পায়ার ও ক্রিকেট কোচ সোলায়মান হোসেন রাজীবসহ ক্রিকেটারগণ।
চাঁদপুর জেলা ক্রিকেট দল আগামী ১ সেপ্টেম্বর ২য় ম্যাচ খেলবে কন্টিনেন্টাল খাগড়াছড়ি, তৃতীয় ম্যাচ ২ সেপ্টেম্বর আশিয়ান চট্টগ্রাম ও ৪র্থ ম্যাচ ৩ সেপ্টেম্বর ইস্পাহানী জেলা ক্রিকেট দলের সাথে খেলবে। খেলাগুলো হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে। চাঁদপুর জেলা ক্রিকেট দল চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।
চাঁদপুর জেলা ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : সাদ্দাম হোসেন, মেহেদী হাসান খান, সাখাওয়াত হোসাইন, ফজলে রাব্বি, মাইনুল ইসলাম শাওন, হানিফ ঢালী হীরা, রাফি আশরাফ, শাকিল হোসাইন, তোফায়েল আহমেদ, তানভীর আহমেদ শাহেদ, আ. রহিম, মেহেদী হাসান রানা, ফাহাদ আহমেদ ও নুর মোহাম্মদ।