শনিবার, ২৪ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৫:৩৪

সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: আতিকুর রহমান সুমন মল্লিক

মতলব ব্যুরো
মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আতিকুর রহমান কাদরী সুমন মল্লিক। মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (২৩ মে ২০২৫) মতলব নিউ হোস্টেল মাঠে মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড একাদশ এবং ২০২৪ ব্যাচের মধ্যকার ফুটবল খেলার শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, ইতালী প্রবাসী আতিকুর রহমান সুমন মল্লিক বলেন, বর্তমান সময়ে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়েছে উঠতি বয়সের যুবকরা। ওইসব কর্মকাণ্ড থেকে যুবকদের ফিরিয়ে এনে ক্রীড়ামুখী করতে খেলাধুলার আয়োজনটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করেন তিনি।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং আয়োজনকারী তরুণ প্রজন্মসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ঝিমিয়ে পড়া নিউ হোস্টেল মাঠ মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যেভাবে উজ্জীবিত হয়েছে, ক্রীড়াঙ্গনে তার ধারাবাহিকতা রক্ষার জন্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।এ সময় উপস্থিত ছিলেন নিউ হোস্টেল মাঠের সাবেক ফুটবলার দেওয়ান সুরুজ, সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিক, সদস্য রেদওয়ান আহমেদ জাকির, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. ফয়সাল আহমেদ। টুর্নামেন্ট আয়োজন করেন মতলবের সাবেক এবং বর্তমান ফুটবলারবৃন্দ। খেলায় মতলব পৌর ৬ নং ওয়ার্ড একাদশকে ০-১ গোলে পরাজিত করে ব্যাচ ২০২৪ বিজয় লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়