রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১১:৩২

চাঁদপুরে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

চাঁদপুর লায়ন্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শার্ক

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর লায়ন্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন শার্ক

চাঁদপুরে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর শার্ক। চাঁদপুর স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে লায়ন্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর শার্ক। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি ও ক্লেমন স্পোর্টস্ ডির্পাটমেন্টের আয়োজনে বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালে অংশ নেয় চাঁদপুর লায়ন্স ও চাঁদপুর শার্ক।

বৃষ্টিবিঘিœত ম্যাচে ক্রিকেটের ডিএল মেথড পদ্ধতিতে ৬ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে চাঁদপুর শার্ক ৩ উইকেট হারিয়ে ৬৩ রান করেন। জবাবে চাঁদপুর লায়ন্স ৬ ওভারে ৫১ রান করে। চাঁদপুর শার্ক ১২ রানে জয়ী হয়।

খেলা শেষে ওইদিন বিকেলেই চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ আবদুল মোতালেব, ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির সভাপতি ও চাঁদপুরের ক্রিকেটের কর্নধার শামিম ফারুকী, ক্রিকেট কোচ ও ক্লেমন চাঁদপুরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার সুখন, ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডঃ বিশ^জিত কর রানা, চাঁদপুর শার্কের অ্যাম্বেসেডর অ্যাডঃ বদরুল চৌধুরী, জেলা কোয়াবের সাধারণ সম্পাদক পলাশ কুমার সোমসহ ক্রিকেটারগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়