প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪২
চাঁদপুরের শামীমসহ বিশ্বকাপে অভিষেক হচ্ছে যাদের

বিশ্বকাপে খেলাটা কার না স্বপ্নের? সকল উদীয়মান খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বমঞ্চে নিজের পারফরম্যান্স দেখাবার। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য গতকাল ৯ সেপ্টেম্বর ঘোষিত বাংলাদেশ দলটা ১৫ সদস্যের। চূড়ান্ত দলের আট ক্রিকেটার রয়েছেন যারা প্রথমবার টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। যার মধ্যে ছয়জন আবার যে কোনো ফরম্যাট মিলে বিশ্বকাপ অভিষেকের দুয়ারে আছেন।
|আরো খবর
প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া খেলোয়াড়রা হলো: লিটন দাস, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, শরীফুল, শামীম হোসেন, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুব। গতকাল দল ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে সবার দোয়া চেয়েছেন শরীফুল ইসলাম, নাসুম আহমেদ। সাইফউদ্দিন, নাঈম শেখ, শামীম হোসেন। প্রকাশ করেছেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার অনুভূতি।
যুব বিশ্বকাপ জয়ের ২ বছরের মধ্যেই সিনিয়র ক্রিকেটের বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে খুশি চাঁদপুরের শামীম হোসেন পাটওয়ারী। উদীয়মান এ তরুণ বলেছেন, ‘ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনূর্ধ্ব-১৯ আর আন্তর্জাতিক ক্রিকেট অনেক পার্থক্য। এখানে সবকিছু থাকে। আস্তে আস্তে যত বড় লেভেলে যাবে সেখানে চাপসহ অনেক কিছু থাকবে। চাপ নিলেই চাপ আসবে, না নিলে কিছুই না।’ নির্বাচকরাও শামীমকে নিয়ে উচ্চাশা পোষণ করছেন।
পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়ে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অন্যরকম। যখন বিশ্বকাপে সেটা হয়, তখন আরও বেশি ভালোলাগা কাজ করে। সবমিলিয়ে আসলে ভালো লাগছে।’
বাঁ হাতি ওপেনার নাঈম শেখ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।’ ওপেনারের দায়িত্ব নিতে প্রস্তুত এ তরুণ। তবে চাপ অনুভব করছেন না জানিয়ে নাঈম বলেছেন, ‘চাপ বলতে তেমন কিছু নাই। ওপেনারদের সবসময় দায়িত্ব থাকে। সেটা অভিজ্ঞ বা অনভিজ্ঞ হোক। যেই খেলে তার দায়িত্ব থাকে। অভিজ্ঞদের দায়িত্ব বেশি, তরুণদের দায়িত্ব কম এমন নয়। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতেছি, শতভাগ চেষ্টা থাকবে।’