প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দলে রয়েছেন চাঁদপুরে শামীম পাটওয়ারী

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের তালিকায় রয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া এলাকার শামীম পাটোয়ারী। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সবচেয়ে সফল ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে মূল দল গঠন করা হয়েছে। আর মূল দলে সুযোগ পেল তরুণ ক্রিকেটার চাঁদপুর শামীম হোসেন পাটওয়ারী।
|আরো খবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি-টোয়েন্টি দলে গত ২৩ শে জুন নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছিলেন শামীম পাটোয়ারী। সুযোগ পেয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের তিন সংস্করণের নতুন মুখ ছিল শামীম। সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন শামীম পাটোয়ারী।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল বামহাতি ব্যাটসম্যান ও অলরাউন্ডার শামীম পাটোয়ারীর। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস মাঠে তিনি চমক দেখান। জিম্বাবুয়ের সাথে অভিষেক হওয়ার আগের ম্যাচটিতে বদলি খেলোয়াড় হিসেবে ছয় ওভার এর সময় তিনি মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তিনি একটি চমৎকার ক্যাচ ধরে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
শামীম পাটোয়ারী জিম্বাবুয়ের সাথে সিরিজ জয় এর ম্যাচে ব্যাট হাতে তার অপরাজিত 31 রানের একটি অনবদ্য ইনিংস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সাথে ম্যাচগুলোতে ছিলেন মূল একাদশে শামীম পাটোয়ারী। চলতি নিউজিল্যান্ড দলের সাথে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে রয়েছেন শামীম পাটোয়ারী।
বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেট দলে নতুন হিসেবে তরুণ মুখ বাংলাদেশের অলরাউন্ডার শামীম পাটোয়ারী দলে সুযোগ পাওয়ার পর তার প্রথম কোচ ও চাঁদপুরে ক্রিকেটের কর্ণধর সৈয়দ শামীম আখতার ফারুকী বলেন আশা করি শামীম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে ভালো করবে। শামীম বাংলাদেশ দলের হয়ে যেন ভালো কিছু করতে পারে এজন্য আমি জেলাবাসী সহ ক্রিকেটভক্ত অনুরাগীদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
একনজরে ১৫ জনের বিশ্বকাপ দল- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। এর বাইরে পেসার রুবেল হোসেন আর আমিনুল ইসলাম বিপ্লব রিজার্ভ হিসেবে সঙ্গে যাবেন।