প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৭
মেসির অভিষেক হচ্ছে আজই ?

লিওনেল মেসির প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) অভিষেক নিয়ে পরিষ্কার কিছু বলতে চাননি কোচ মাওরিসিও পচেত্তিনো। কিন্তু দল যখন ঘোষণা হলো, তখন দেখা গেলো চমক! রবিবার লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে খেলতে মেসিকে দলে রেখেছেন পিএসজি কোচ।
|আরো খবর
ঘোষিত সেই দলে রয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিল ফরোয়ার্ড নেইমারও। অবশ্য এর আগে মেসির দলে থাকা নিয়ে পচেত্তিনো বলেছিলেন, ‘আমাদের আগে বিশ্লেষণ করা লাগবে। তার পরই সিদ্ধান্ত নেবো।’ মেসিকে রাখা হতে পারে বলে একটা সম্ভাবনার কথা বলেছিলেন তিনি, ‘নেইমার, মেসি ও এমবাপ্পে- হয়তো তিনজনেরই দলে থাকার সম্ভাবনা আছে।’
বার্সা থেকে দুই বছরের চুক্তি করে এলেও পিএসজিতে মেসির অভিষেকটা এখনও হয়নি। বিশেষ করে কোপা আমেরিকায় খেলার পর মেসি আর মাঠেই নামেননি। কিন্তু দলে নাম থাকায় লিগ ওয়ান অভিষেকটা হয়তো আজই হতে যাচ্ছে ৬বারের ব্যালন ডি অ’র জয়ীর! ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।