প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ০০:০৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চট্টগ্রামে আজ চাঁদপুর জেলা দলের প্রনিধিত্ব করবে ফরিদগঞ্জের খেলোয়াড়রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুর জেলা দলের হয়ে চট্টগ্রামে আজ মাঠে নামবে অনূর্ধ্ব ১৭ দলের ফরিদগঞ্জ ফুটবল টিম।
|আরো খবর
আজ ২১ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টায় চট্রগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রাঙ্গামাটি জেলা টিমের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চাঁদপুর জেলা টিম।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ২০ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ১৮ সদস্যের টিম নিয়ে দলীয় কোচ ইউছুফ বকাউল, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টিম ম্যানেজার নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ ফুটবল একাডেমির প্রতিনিধি ও টিম অফিসিয়াল আকাশ আহম্মেদ শুকুসহ ২২ সদস্য বাস জোগে পাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। লম্বা সময় জার্নি শেষে বিকেলে চট্টগ্রাম পৌঁছে ক্রীড়া সংস্থার মেডিকেল ইউনিটে স্বাস্থ্য পরিক্ষা করতে হয়েছে দলের ১৮ সদস্যের , মেডিকেল টেস্ট শেষে হোটেলে অবস্থান করেন দলের খেলোয়াররা। মিডফিল্ডার ওমর ফারুক মীম'র নেতৃত্বে রাঙ্গামাটি জেলার বিপক্ষে মাঠে নামবে দলের নির্ভরযোগ্য ১১ জন।
জেলা পর্যায়ের ফাইনালে জয় সূচক গোল করা দলের নির্ভরযোগ্য স্টাইকার তরিকুল চাঁদপুর কন্ঠকে জানান, গত কদিনের ক্যাম্পিংয়ে নিজেদের প্রস্তুত করে নিয়েছে দলের সব খেলোয়াররা। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘদিন আঞ্চলিক পর্যায়ে ফুটবল লড়াইয়ে জেলা দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলাম, দলের বাকি সব খেলেয়াররা নিজেদের প্রতি খুবই আত্মবিশ্বাসী, ইনজুরি সমস্যাও নেই তেমন। এখন সামর্থ অনুযায়ী মাঠে নিজেদের সেরাটা দেয়ার অপেক্ষা।
চলতি বছর ৪ জুন চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচে স্বাগতিক চাঁদপুর পৌরসভা ফুটবল দলকে ১-০ ব্যাবধানে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয় ফরিদগঞ্জ উপজেলা দল।
প্রতিবেদক : মোঃ শামীম হাসান