প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১:৪৩
ফরিদগঞ্জের পূর্ব বড়ালীতে মাদকবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। তাই যুব সমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে ফরিদগঞ্জের পৌর এলাকার পূর্ব বড়ালী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন সৌদি আরবস্থ ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সমাজসেবক মো. শরীফ বেপারী।
পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি নুরে আলম ভুট্টোর সভাপতিত্বে ও মো. সিদ্দিকুর রহমান রনির পরিচালনা আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সহিদ উল্যাহ বেপারী, মাসুদ আলম দুলাল, শ্রমিকদল নেতা আবুল কাশেম মিয়াজী, ইব্রাহীম গাজী, মিজানুর রহমান বরকন্দাজ, মোস্তফা বরকন্দাজ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা প্রবাসী, তারা এদেশের হিতকর কাজে সর্বদা নিজেদের নিয়োজিত করলে পারলে শান্তি পাই। তাই পূর্ব বড়ালি যুব সমাজ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজনের কথা শুনে আমি শত ব্যস্ততার মধ্যেও ছুটে এসেছি। এসব ভালো কাজে সমাজহিতৈষীরা এগিয়ে আসা উচিত। যাতে আমাদের আগামীর ভবিষ্যৎ যুবসমাজ মাদকের ছোবল থেকে মুক্ত থেকে নিজেদের গড়তে পারে, দেশ গড়তে পারে।
আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এই আয়োজনে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। এই নিয়ে তারা অষ্টমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করছেন।








