প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৫:২৩
বিদায়ের পরদিনই মেসির প্রতিপক্ষ বার্সা

চোখের জলে বার্সা থেকে বিদায় নেওয়ার পরদিনই লিওনেল মেসি হতবাক! ২১ বছর যেই ক্লাবটিকে এতকিছু দিলেন, এনে দিলেন এত শত অর্জন সেই কাতালান ক্লাবটিই এখন মেসির প্রতিপক্ষ। নিজেরা অর্ধেক বেতনে মেসিকে না রাখতে পারলেও মেসি যেন পিএসজিতেও না খেলতে পারেন তার জন্য বিদায়ের পরদিনই অভিযোগ দায়ের করেছে ক্লাবটি।
|আরো খবর
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পিএসজিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা মেসি- এমনটিই বলছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। ইউরোপীয়ান জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা 'মার্কা' বলছে, মেসিকে পিএসজিতে যেতে দিতে চায় না বার্সেলোনা। যে কারণে অভিযোগটি দায়ের করা হয়েছে। বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান কমিশনে অভিযোগটি করেছেন।
অ্যাডভোকেট ডক্টর হুয়ান ব্রানকোর অভিযোগে উল্লেখ করেন, বার্সেলোনার তুলনায় পিএসজির ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র অবস্থা আরো খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। অভিযোগে আরো বলা হয়েছে, পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে।
বার্সেলোনার দাবী, চলতি মৌসুমে ইতোমধ্যেই সার্জিও রামোস, আশ্রাফ হাকিমি, উইনাইল্ডম, দোন্নারুমাকে দলে ভিড়িয়েছে পিএসজি। এছাড়া নেইমার, এমবাপ্পে তো আগে থেকেই আছেন। তাদের বেতন দিয়ে আবার মেসিকে বেতন দিতে গিয়ে অবশ্যই পিএসজি ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ মানতে পারবে না।
শেষ পর্যন্ত প্রতিপক্ষ বার্সেলোনান আইনি অভিযোগ মোকাবেলা করে মেসি পিএসজিতে যেতে পারবেন কি-না তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।