প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৮:৫৪
করোনা স্বেচ্ছাসেবকদের জন্য সাবেক ফুটবলার টুটুলের রেইনকোট প্রদান

করোনায় মৃতদের দাফন কাফনে নিয়োজিত স্বেচ্ছাসেবক টীমের জন্য ৪ টি উন্নতমানের রেইনকোট প্রদান করেছেন চাঁদপুরের বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সাবেক ফুটবলার কামরুল হোসেন চৌধুরী টুটুল।
|আরো খবর
তিনি গতকাল শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক শেখ মুহাঃ জয়নাল আবেদিনের নিকট এই রেইনকোট গুলো তুলে দেন। প্রচন্ড ঝড় বৃষ্টিতে করোনায় মৃতদের দাফনকাপন কাজের অসুবিধা না হয় তার প্রতি সদ্বয় হয়ে তিনি এই রেইনকোট উপহার দিয়েছেন বলে জানা যায়।আল্লাহ তাঁর মানবতার সেবাকে কবুল করেন,আমিন।