বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২১:০৫

বাংলাদেশের রেকর্ড!

অনলাইন ডেস্ক
বাংলাদেশের রেকর্ড!

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি প্রথম ম্যাচে ১১ রানে ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়া এর চেয়ে কম রানে প্রথম ৩ উইকেট হারিয়েছে শুধু একবার। ২০১০ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল অস্ট্রেলীয়রা। ইংল্যান্ডের সাথে আউট হলেও বাংলাদেশের সাথে এমন দশা হবে তা হয়তো কল্পনাও করেনি টিম অস্ট্রেলিয়া।

|আরো খবর

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান ইনিংসের প্রথম বলে আউট হলেন, অ্যালেক্স ক্যারি বোল্ড হয়েছেন মেহেদী হাসানের বলে।

জশ ফিলিপে স্টাম্পড হয়েছেন নাসুম আহমেদের বলে, প্রথম কোনো অস্ট্রেলিয়ান ওপেনার হিসেবে টি-টোয়েন্টি এই আউট হলেন তিনি। এরপর ময়জেস হেনরিকেস হয়েছেন সাকিবের বলে বোল্ড। এখন পর্যন্ত ম্যাচের চালক বাংলাদেশ। মাহমুদুল্লার দায়িত্বশীল ব্যাটিংয়ে স্পিন, পেজ বোলিং মিশ্র সাপ্লাইয়ে কিংকর্তব্যবিমূঢ় অস্ট্রেলিয়া। পাওয়ার প্লেতে দলটি তুলতে পেরেছে ৩ উইকেটে ২৮ রান। যেখানে বাংলাদেশের পাওয়ার প্লেতে সংগ্রহ ছিলো ৬ ওভারে ৩৪ রান।এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়