প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ২০:০৩
স্টার্কের ইয়র্কার বলে ৪ রানেই থামলো শামীম

মাত্র ৪ রানেই বিদায় নিলেন তরুণ অলরাউন্ডার চাঁদপুরের শামীম হোসেন পাটওয়ারী। সাকিব আল হাসান দলীয় সর্বোচ্চ ৩৬ রান নয় বিদায়ের পর ৬ নম্বর পজিশনে মাঠে নামলেন শামীম। বোলিংয়ে তখন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় বল বাউন্স মোকাবেলা করলেন শামীম। শূণ্যে ভেসে বলে ব্যাট লাগালেন। যতক্ষণে বল বাউন্ডারি থেকে ফেরত আসলো ততক্ষণে শামীমের সংগ্রহ ২ বলে ৪ রান।
|আরো খবর
৩য় বলে মিচেলের এমন ডেলিভারিতে পৃথিবীর কোনো ব্যাটসম্যানেরই তেমন কিছু করার থাকে না। শামীম হোসেনেরও থাকল না। মিচেল স্টার্ক এমন ইয়র্কার মারার কাজটা করেন নিয়মিতই। শামীম ব্যাটটা নামানোরও সময় পাননি বলতে গেলে। আগের বলে আবার স্টার্ক করেছিলেন শর্ট বল। ২ ওভার বাকী থাকতে ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন, স্টার্ক পেয়েছেন তাঁর প্রথম উইকেট।
সাকিবের পর বিদায় নিলেন শামীম সংগ্রহ ৩ বলে ৪ রান। বাংলাদেশ আরো চাপে পড়লো। যদিও আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটে ১৭ বলে ২৩ রান নিয়ে বাংলাদেশের সংগ্রহ হলো ২০ ওভারে ১৩১ রান।
ইনিংসের শুরুত স্টার্কের প্রথম ওভারেই ছয় মেরে শুরু করেছিলেন নাঈম, তবে সে ওভারেই পাঁচ বলের ডট যেন পুরো ইনিংসেরই চিত্র। বাংলাদেশ ঠিক গতিটাই ধরতে পারেনি এ উইকেটে। নাঈম বল খেলেছেন বেশী, সৌম্য সরকার শুরু থেকেই নড়বড়ে ছিলেন। শেষ পর্যন্ত আলগা শটে ফিরেছেন।
মাহমুদউল্লাহও স্বস্তিতে ছিলেন না। সাকিব শুরু করেছিলেন, তবে গিয়ার বদলানোর আগেই ফিরতে হয়েছে তাঁকে। শেষদিকে নুরুল বা শামীমও ঝড় ধরনের কিছুই তুলতে পারেননি। আফিফ যা একটু চেষ্টা করেছিলেন। ইনিংস গড়ার কাজে গড়বড় করে বেশ কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এতো কম রানের সম্বল নিয়ে জেতেনি বাংলাদেশ।
বাংলাদেশ আটকে গেছে ১৩১ রানেই। টার্গেট ১৩২। এবার কাজের কাজটি করতে হবে বোলারদেরকেই।