প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ২০:০৭
টোকিও অলিম্পিকের সেমিফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ মিশরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে অলিম্পিক বর্তমান চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ম্যাচে খুব একটা চমক না থাকলেও ব্রাজিলের এ দলের টপ স্ট্রাইকার রিচার্লিসনের চমৎকার পাসে ম্যাথিউস কুনহার ৩৭তম মিনিটের জয়সূচক গোলটি খেলার ভাগ্য নির্ধারণ করে দেয় সেলেসাওদের।
|আরো খবর
যদিও প্রথমার্ধে নিজেদের সেরা খেলা থেকে অনেক দূরে ছিল ব্রাজিল। তবে কুনহার ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। মিশরের একটি পেনাল্টির আবেদনে রেফারি সাড়া না দেওয়ার পর কাউন্টার অ্যাটাকে সাফল্য পায় ব্রাজিল। প্রতিপক্ষের রক্ষণের মুখে কুনহার দিকে বল পাঠিয়ে দেন রিচার্লিসন। আর তা থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন কুনহা। আরও একবার গোল করার সুযোগ পান কুনহা। কিন্তু হের্থা বিএসসির ফরোয়ার্ডের শট মিশরীয় গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ের মুখে লাগে।
মিশরের আকরাম তৌফিকের হেড বারের উপর দিয়ে বাইরে চলে না গেলে সমতায় ফিরতে পারতো সালাহর শীর্ষরা। নিশ্চিত সুযোগ হাত ছাড়া করায় মনোবল ভাঙ্গে মিশরের। ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রাজিল।
শেষ চারে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মোকাবিলা করবে ব্রাজিল। অন্যদিকে নিউজিল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পা রেখেছে জাপান। শেষ চারে স্বাগতিকদের প্রতিপক্ষ স্পেন।