বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২০:৩০

অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বেই বিদায় আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক
অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বেই বিদায় আর্জেন্টিনার

টোকিও অলিম্পিক থেকে ছিটকে পড়লো আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে বিমানের টিকেট ধরতে হচ্ছে লিওনেল মেসির শিষ্যদের। এই আসরে শুরুটা মোটেও ভালো ছিলো না আর্জেন্টিনার। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে তখনই বাদের তালিকায় এক পা বাড়িয়ে রেখেছিলো। দ্বিতীয় ম্যাচে মিশরের সাথে কষ্টার্জিত ১-০ গোলে জয় পেলেও শেষ ম্যাচে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে বিদায় নিতে হলো তাদের।

পয়েন্ট টেবিলে মিশরের সমান ৪ পয়েন্ট ছিলো আর্জেন্টিনার। কিন্তু গোল সমীকরণ ব্যবধানে এগিয়ে থাকায় কোয়ার্টার নিশ্চিত করলো সালেহর মিশর। আজকের ম্যাচের ৬৬ মিনিটে স্পেনের মিকেল মেরিনো লিড আনেন, ৮৭ মিনিটে সমতা আনা গোলটি করেন আর্জেন্টিনার টমাস বেলমন্টে। আর কোন গোলের দেখা পায়নি দু'দল। ড্র করলেও কোয়ার্টারে উঠছে স্পেন। তাই কোন ঝুঁকি নিতে চায়নি দলটি। রক্ষণাত্মক খেলে ড্র করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

আসরে তৃতীয় কোয়ার্টারে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন মুখোমুখি হবে গ্রুপ ‘সি’র রানার্সআপের। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তাদের বিপক্ষে লড়বে গ্রুপ ‘সি’র রানার্সআপ ৪ পয়েন্ট পাওয়া মিশর। অপরদিকে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন 'ডি' গ্রুপের রানার্স আপ আইভরি কোস্টের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়