প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৯:১৮
অলিম্পিকের কোয়ার্টারে ব্রাজিল, জার্মানির বিদায়

জমে উঠেছে টোকিও অলিম্পিক ফুটবল। ব্রাজিলিয়ান সুপার স্টার রিচার্লিসনের জোড়া গোলে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো ব্রাজিল। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ৪-২ গোলে হারার পর আইভরি কোস্টের সাথে ড্র করায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। এই গ্রুপ থেকে ব্রাজিল ও আইভোরি কোস্ট পরের রাউন্ড নিশ্চিত করেছে।
আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ১৪ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে গোল পরিশোধ দিতে খুব বেশি সময় নেয়নি সৌদি আরবও। ২৭ মিনিটে আব্দুল্লাহ আল আমরির গোলে সমতা ফেরায় তারা। সমতা নিয়েই বিরতিতে যায় দু'দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচে শুরু থেকে বল দখলের লড়াই হয়েছে সমান তালে। খেলার শুরু থেকেই সেলেসাওদের চাপে রেখেছিল সৌদির ফুটবলাররা।
রিচার্লিসন জেগে ওঠেন বিরতির পর। তার দুর্দান্ত গোলে ম্যাচের ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। ম্যাচের শেষ মুহূর্তে ৯৩ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রিচার্লিসন।
গ্রুপের আরেক খেলায় আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। জার্মান ফুলব্যাক বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে কপাল পুড়লো জার্মানির। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। বিরতির পর ৬৭ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে এগিয়ে যায় আইভোরি কোস্ট। তবে এডুয়ার্ড লোয়েনের গোলে ৭৩ মিনিটে জার্মানি সমতায় ফিরলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে বিদায় নিতে হয় তাদের।