রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ জুন ২০২১, ০৮:৪৪

মুুন্সিগঞ্জে মুজিব শতবর্ষের টেনিস টুর্নামেন্টে রানার্সআপ চাঁদপুর ক্লাব

চৌধুরী ইয়াসিন ইকরাম
মুুন্সিগঞ্জে মুজিব শতবর্ষের টেনিস টুর্নামেন্টে রানার্সআপ চাঁদপুর ক্লাব

মুন্সিগঞ্জে মুজিব শতবর্ষের টেনিস টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চাঁদপুর ক্লাব। চাঁদপুর ক্লাবের ইতিহাসে এই প্রথম চাঁদপুর ক্লাব জেলার বাইরে বড় কোনো টেনিস টুর্নামেন্টে অংশ নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গত এপ্রিল মাসে চাঁদপুর ক্লাব এই টুর্নামেন্টে বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপের খেলায় অংশ নিয়েছিলো। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো এ টুর্নামেন্টের কার্যক্রম।

সামাজিক সকল নিয়ম কানুন মেনেই ১৯ জুন শনিবার রাতে ঢাকা অফিসার্স ক্লাবের সাথে রানার্সআপ হয় চাঁদপুর ক্লাব। মুন্সিগঞ্জের রাজা শ্রীনাথ টেনিস ক্লাব মাঠে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

চাঁদপুর ক্লাব বড় ধরনের এ টুর্নামেন্টে ঢাকা অফিসার্স ক্লাবের সাথে প্রতিযোগিতামূলক ম্যাচে রানার্সআপ হওয়ার পরই চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ক্লাবের সভাপতি অঞ্জনা খান মজলিশ সাথে সাথে চাঁদপুর ক্লাবের হয়ে যারা যারা খেলেছেন তাদের প্রত্যেকের সাথে মুঠোফোনে আলাপ করে ধন্যবাদ জানান।

চাঁদপুর ক্লাবের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এ টেনিস টুর্নামেন্টের ফাইনালে অংশ নেন চাঁদপুর সদর আদালতের সিনিয়র সহকারী জজ শাহিন সিরাজ, ফারুক মৃধা, বশির আহমেদ রিপন খান, শেখ মনির হোসেন বাবুল, শফিউদ্দিন, কিবরিয়া বপু, মুরাদ।

মুন্সিগঞ্জ ক্লাবের আয়োজনে ১৪টি দল ২০২১ সালের এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো। অংশ নেয়া দলগুলো হচ্ছে : ঢাকা অফিসার্স ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, গোপালগঞ্জ টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, পার্লামেন্ট মেম্বার্স টেনিস ক্লাব, পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব, গাজীপুর টেনিস ক্লাব, ঢাকা পুলিশ অফিসার মেস ক্লাব, চাঁদপুর টেনিস ক্লাব, বরগুনা টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম, আজিমপুর টেনিস ক্লাব ও রাজা শ্রীনাথ টেনিস ক্লাব মুন্সিগঞ্জ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়