প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:১৯
অলিম্পিকে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

চলমান টোকিও অলিম্পিকে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে কপাল পুড়েছে আর্জেন্টিনার। অপরদিকে সেভেন আপ খ্যাত ৭ গোল দেওয়া জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ছন্দে আছে ব্রাজিল।
|আরো খবর
দ্বিতীয় ম্যাচে ব্রাজিল-আইভরি কোস্ট ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দু'দল। অপরদিকে আর্জেন্টিনা মিশরকে ১-০ গোলে হারিয়ে টিকে আছে অলিম্পিকে। তাই স্বভাবতই ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপের দিকে এগুচ্ছে।
এবারের অলিম্পিক আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে ১৬টি দল অংশ নিয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল খেলছে ‘ডি’ গ্রুপে। অন্যদিকে, আর্জেন্টিনা খেলছে ‘সি’ গ্রুপে। নিয়ম অনুযায়ী ‘ডি’ গ্রুপের শীর্ষ দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার আপ দলের বিপক্ষে। তাই, ব্রাজিল ‘ডি’ গ্রুপের শীর্ষে আর আর্জেন্টিনা ‘সি’ গ্রুপের রানারআপ হলে কোয়ার্টার ফাইনালেই দেখা হবে ব্রাজিল ও আর্জেন্টিনার।
তবে সেক্ষেত্রে ব্রাজিলকে ৩য় ম্যাচে সৌদি আরবের সাথে জিততে হবে বা করতে হবে ড্র। ব্রাজিল হারলে জার্মানির সাথে হারতে হবে আইভরি কোস্টকেও। আবার ৩য় ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে স্পেনের সাথে। শক্ত প্রতিপক্ষ স্পেনের সাথে জেতাটা কঠিন হলেও মোটামুটি ড্র করলেও আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টারে উঠবে।
আর তাতেই দেখা মিলতে পারে ল্যাতিন আমেরিকার জনপ্রিয় এ দু'টি দলের।