শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ২২:২৪

টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে হারালো অস্ট্রেলিয়া, জার্মানিকে হারালো ব্রাজিল

অনলাইন ডেস্ক
টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে হারালো অস্ট্রেলিয়া, জার্মানিকে হারালো ব্রাজিল

শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকের মাঠের লড়াই। ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা অপরদিকে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে এগিয়ে যায় ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। যেভাবে হারলো আর্জেন্টিনা: মাত্র কয়েকদিন আগেই মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্তিনার জার্সিতে ট্রফি খরা কেটেছে মেসির দেশের। লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজরা না থাকলেও আর্জেন্টিনার জাতীয় দল গড়া হয়েছে ভবিষ্যত তারকাদের নিয়ে। টোকিও অলিম্পিক্সে দু'দেশের অনুর্ধ্ব-২৩ দলের মধ্যেকার ম্যাচে আর্জেন্তিনাকে হারিয়ে শুরুটা ভাল করল অস্ট্রেলিয়া। সাপ্পোরো দেমো স্টেডিয়ামে বৃহস্পতিবার ফুটবল ইভেন্টে ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ওয়ার্নের দেশ। ম্যাচে অজিদের হয়ে গোল করেছেন ল্যাজল্যান ওয়েলস এবং মার্কো টিলো। গোটা ম্যাচে বল দখলের লড়াই ও গোলমুখী আক্রমণে এগিয়ে থেকেও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্তিনা। তাদের মোট ১২টি শটের পাঁচটি শট গোলে থাকা সত্যেও সফল হয়নি তারা। অন্যদিকে আটটি শট নিয়ে দু'টি গোল আদায় করে নিল অজিরা। পুরো ম্যাচে ১৭টি ফাউল করেছেন অজিরা। আর্জেন্তাইন ফুটবলাররা করেছেন ১৫টি ফাউল। সাতটি হলুদ কার্ড দেখেছেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। তিনটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্তিনার ফুটবলাররা। এর মধ্যে ফ্র্যান্সিসকো ওর্তেগা দু'টি হলুদ কার্ড দেখায় ১০ জনে খেলতে হয় আর্জেন্তিনাকে। ম্যাচের ১৯ মিনিটেই দলকে লিড এনে দেন ল্যাজল্যান ওয়েলস। ৮০তম মিনিটে স্কোরলাইন ২-০ করেন মার্কো টিলো। অবশেষে সেই স্কোরলাইন নিয়েই মাঠ ছাড়েন অজিরা। যেভাবে জিতলো ব্রাজিল: বৃহস্পতিবার ইয়োকোহামায় 'ডি' গ্রুপের ম্যাচে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। চ্যাম্পিয়নদের হয়ে প্রথম আধা ঘণ্টাতেই নিজের হ্যাটট্রিক তুলে নেন রিচার্লিসন। অপর গোলটি আসে পৌলিনহোর কাছ থেকে। জার্মানির হয়ে গোলদুটি করেন নাদিম আমিরি ও রাগনার আকে। আসর শুরুর আগে ব্রাজিলিয়ান কোচ ৪-৩-৩ পদ্ধতিতেই দলকে অনুশীলন করিয়েছিলেন কোন আন্দ্রে জার্দিন। কিন্তু এদিন ৪-৪-২ পদ্ধতিতে খেলান তিনি। তাতে সাফল্যও আসে দারুণ। ম্যাচে চারটা গোল দিলেও সাতটা পর্যন্ত হওয়া সম্ভব ছিল দলটির। ম্যাচের প্রথম ৩০ মিনিটেই তিনটি গোল দেয় ব্রাজিল। তখন মনে হচ্ছিল এক তরফাই যেন ম্যাচটি হতে যাচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জার্মানি। ২টি গোলও আদায় করে নেয়। কিন্তু ৬৩তম মিনিটে ম্যাক্সিমিলিয়ান আর্নল্ড লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় দলটি। শেষদিকে অলআউট খেলতে গিয়ে উল্টো আরও একটি গোল খায় জার্মানরা। এদিন ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন রিচার্লিসন। আন্তনির বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট করেন এ এভারটন তারকা। জার্মান গোলরক্ষক তা ঠেকালেও আলগা বলে ফের নেওয়া শট জালে প্রবেশ করে। ২২তম মিনিটে গুলের্মে আলামার ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন রিচা। আট মিনিট যেতেই করেন নিজের হ্যাটট্রিক পূরণ। ম্যাথিয়াস কুনহার কাছ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল পেতে পারতো ব্রাজিল। ডি-বক্সে জার্মানির এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে কুনহার শট ঝাঁপিয়ে ঠেকান জার্মান গোলরক্ষক ফ্লোরিয়ান মুলার। ৫৭তম মিনিটে একটি গোল পরিশোধ করে জার্মানি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া আমিরির ভলি ব্রাজিলিয়ান গোলরক্ষক আদেরবার সান্তোসের ভুলে জালে জড়ায়। বল জালে জড়ানো আগে গোলরক্ষকের সামনে ড্রপ খেলে তা ঠিকভাবে ঠেকাতে পারেননি সান্তোস। ৮৪তম মিনিটে ম্যাচে ফিরে জার্মানরা। ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন আকে। কিন্তু ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পৌলিনহোর অসাধারণ এক গোলে সব আশা শেষ হয়ে যায় তাদের। ব্রুনো গিমারেসের বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়