বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ১০:৩০

একই ম্যাচে বড় ভাইয়ের হ্যাটট্রিক, ছোট ভাইয়ের এক ওভারে ৬ ছক্কা!

একই ম্যাচে বড় ভাইয়ের হ্যাটট্রিক, ছোট ভাইয়ের এক ওভারে ৬ ছক্কা!
ক্রীড়াকণ্ঠ

ম্যাচটি ছিলো টুর্ণামেন্টের ফাইনাল মঞ্চ। বল হাতে হ্যাট্রিক করে বড় ভাই যখন জয়ের স্বপ্নে ভাসছিলো, তখন ছোট ভাইয়ের দল শেষ ওভারে পরাজয়ের প্রহর গুনছিলো। কেননা জয়ের জন্য প্রয়োজন ছিলো ৬ বলে ৩৫ রান! বড় ভাইয়ের হ্যাট্রিক উৎসবের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ছোট ভাই নেমেই ৬ বলে ৬ ছক্কা মেরে ৩৬ রান নিয়ে ম্যাচের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

উত্তর আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত সপ্তাহে যা ঘটে গেল, সেটা একেবারে অভূতপূর্ব কিছু নয়। আবার একদিক থেকে অভূতপূর্বও। একই ম্যাচে দুই ভাইয়ের এমন কীর্তি কবে দেখেছে ক্রিকেট?

এক ওভারে ৫ উইকেট অথবা একটি হ্যাটট্রিক একটা ক্রিকেট ম্যাচকে আলোকিত করে রাখতে পারে বা ব্যাট হাতে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি। টি-টোয়েন্টির যুগে মাঝেমধ্যে এর দেখা মিললেও এক ওভারে ছয় ছক্কার কীর্তি এখনো বিরলই আছে। আর তা যদি হয় শেষ ওভারে দলের বিশেষ প্রয়োজনে তাহলেতো আর কথাই নেই।

ম্যাচটা তেমন বড় মাপের নয়, কিন্তু কীর্তিটা এমন বলে, সেটিও দুই ভাইয়ের বলেই তা সংবাদের শিরোনামে আসছে। ম্যাচে প্রথমে বল হাতে বড় ভাই স্যাম গ্লাস করলেন হ্যাটট্রিক, পরে ব্যাট হাতে ছোট ভাই জন গ্লাসের কীর্তি তো আরও অবিশ্বাস্য। জয়ের জন্য শেষ ওভারে দলের দরকার ছিল ৩৫ রান, জন সে সমীকরণ মিলিয়ে দিয়েছেন ৬ ছক্কায়! সেটিও কিনা একটা টুর্নামেন্টের ফাইনালে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়