বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ০৯:০৪

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্রাজিল, ভাইস-চেয়ারম্যান আর্জেন্টিনা

রাসেল হাসান
কোপা আমেরিকা-২০২১: রাজনৈতিক অঙ্গনে ফুটবলের আমেজ

বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা দু'টি আবেগের নাম। প্রতিবার বিশ্বকাপের সিংহভাগ জুড়ে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা। বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই রাস্তাঘাট পতাকায় ছেয়ে যায়। জার্মানি, ফ্রান্স বা স্পেনের মতো দলের সমর্থক থাকলেও মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়েই আলোচনা সরগম থাকে পাড়া মহল্লা।

বিশ্বকাপের সেই উন্মাদনার মতই বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্ণামেন্ট কোপা আমেরিকার এ বছরের ফাইনালকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের ন্যায় চাঁদপুরের ফুটবল ভক্তরাও দু'টি ভাগে বিভক্ত। কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা সমর্থক? সেই প্রশ্ন এখন শহর-গ্রামের প্রতিটি ওলিতে গলিতে।

ফুটবলের এই উন্মাদনা কেবল কিশোর তরুণদের মধ্যেই নয়, প্রৌঢ়, বৃদ্ধ সকলের মধ্যে একটাই আলোচনা ১১ তারিখ কে হাসবে বিজয়ের হাসি? সেই আলোচনায় অংশ নিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত দুই জনপ্রতিনিধিও। দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রশ্ন জিজ্ঞাসায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম দেওয়ান জানান তিনি ব্রাজিল সমর্থক। আর ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী জানান তিনি আর্জেন্টিনা সমর্থক।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যারা ভালো খেলে আমি তাদের পক্ষে। সেই ছোটবেলা থেকে ব্রাজিলকে ভালো খেলে আসতে দেখেছি। ৫টি বিশ্বকাপ তাদের দখলে। পেলের মত ছেলে ব্রাজিলেরই জন্ম তাই ভালো খেলার দর্শক হিসেবে ব্রাজিল না করার কি কোন কারন আছে?

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বলেন, ফুটবলের সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চায় তবে তাকে আর্জেন্টিনা করতেই হবে। আমিও তেমনি ছোট বেলা থেকেই আর্জেন্টিনা সমর্থক। যে দলে লিওনেল মেসির মত বিশ্বমানের খেলোয়াড় আছে সে দল সমর্থন করাটা কতটা ভালো লাগার তা বলে বুঝানো যাবে না।

ব্রাজিল ৫ বার বিশ্বকাপ নিলেও জার্মানির কাছে ৭ গোলের পরাজয়ে 'সেভেন আপ' খেতাব পেয়েছেন ব্রাজিল সমর্থকরা। তাই আর্জেন্টাইন সমর্থকরা মনে করেন, যারা ব্রাজিল করেন তারা সেভেন আপ খান। -এ বিষয়ে আপনার মতামত কী? জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আমি সেভেন আপও খাই না, আরসি-কোকাকোলাও খাই না। আমি যেই দল ভালো খেলে সেই দলই সাপোর্ট করমু। ২৮ বছর যারা একটা কাপও জিতে নাই তাগো মুখে এসব কথা মানায় না।

২৮ বছর কোন ট্রফির দেখা না পাওয়া দলকে সমর্থন করে আর কত কষ্ট পাবে? জানতে চাইলে ভাইস চেয়ারম্যান বলেন, আমরা কাপ আর ট্রফি দেইখা দল সাপোর্ট করি না। খেলার মাঠে অভিনয় না দেখে যদি কেউ ফুটবল খেলা উপভোগ করতে চায় তবে মেসির আর্জেন্টিনা করতেই হবে। আশা করি ১১ তারিখ আর্জেন্টিনা ২৮ বছরের খরা দূর করবে।

ছোটবেলার স্মৃতিচারণ করে সদর উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন জাম্বুরা দিয়া ফুটবল খেলতাম। গ্রামে টিভি আছিলো না। '৮৬ সালের বিশ্বকাপে ইউনিয়ন পরিষদ থেইকা টেলিভিশন নিয়া মাঠের মাঝখানে লাগাইছিলাম। টিভি ঝিরঝির করতো। একজন এন্টিনিয়ার ধইরা রাখতো। ডাইনে একবার ঘুরাইতো বামে একবার ঘুরাইতো তারপর একটু ক্লিয়ার দেখা যাইতো। সেই কালে এক এলাকা আরেক এলাকার সাথে ফুটবল খেলতাম। কি যে আনন্দের দিন ছিলো!

ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের সময় প্রতিযোগিতা হতো কার পতাকা কত বড় হয়। ব্রাজিলের সমর্থকরা চাইতো ওরা বড় পতাকা লাগাতে, আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা চাইতাম তার চেয়েও বড় পতাকা লাগাতে। যাদের পতাকা যত বড় এলাকায় তাদের পাওয়ার তত বেশি থাকতো।

১১ তারিখ সকালে ব্রাজিলের জয় পরাজয় নিয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান বলেন, আমি কট্টর কোন সমর্থক না। ব্রাজিল আর্জেন্টিনা যে-ই জিতুক তারা কেউই জিতলে আমাকে কিছু দিবে না, আমার উপজেলা পরিষদকেও কিছু দিবে না। তবে ভালো খেলে নিজের দল জিতলে নিজের কাছে ভালো লাগবে। আর যদি মেসি ভালো খেলে তার দল জিতাতে পারে তবে তাও আমার কাছে ভালো লাগবে।

১১ তারিখ আর্জেন্টিনার জয় পরাজয় নিয়ে জানতে চাইলে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব আলী ব্যাপারী বলেন, হাইভোল্টেজ ম্যাচে রেজাল্ট যে কোনটাই হতে পারে। তবে আমি মরে করি ডেফিনেটলি আর্জেন্টিনাই জিতবে। দলটি এখন দারুণ ছন্দে আছে। আশা করি ১১ তারিখই মেসি আর্জেন্টিনার ২৮ বছরের ইন্টারন্যাশনাল ট্রফি না জেতার আক্ষেপ দূর করবে।

চাঁদপুরের এই দুই জনপ্রতিনিধির মত জেলার হাজারো ফুটবল সমর্থকদের মধ্য চলছে এখন ফুটবল বিতর্ক। প্রত্যেকের মনেই উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন, ব্রাজিলের ছন্দময় ফুটবলার নেইমার নাকি আর্জেন্টিনার স্বপ্নদ্রষ্টা মেসি শেষ পর্যন্ত কে জিতবে এবারের কোপা আমেরিকা?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়