প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২৩:১০
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নানের ব্যস্ত সময় পার

ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নান বুধবার বাড়িতে এসে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে ব্যস্ত সময় পার করেন। এই দিন তিনি ফরিদগঞ্জের শোল্লায় তার বাসভবনের হলরুমে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, ফরিদগঞ্জ পৌর বিএনপি, ফরিদগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক, পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করে ব্যস্ত সময় পার করেন।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুস, সিনিয়র যুগ্ন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন নয়ন খান, বাশির আহ্মেদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপি'র সভাপতি আমানত হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ন আহবায়ক আমির হোসেন খান, আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওয়ান চৌধুরি, যুগ্ন আহ্বায়ক শামীম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটি।