বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

চাঁদপুর-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

রেদওয়ান আহমেদ জাকির।।
চাঁদপুর-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আব্দুল মোবিন

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি স্বয়ং।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডা. আব্দুল মোবিন মাঠ পর্যায়ের নেতাকর্মী, সহযোদ্ধা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুক পোস্টে আরো লেখেন, আলহামদুলিল্লাহ, মাঠে নেতা-কর্মী, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও আমার সাহচর্যী, যাদের ভাবনায় আমি শান্তি ও নিরাপত্তার প্রতীক, তাদের সকলের জন্য সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। মতলবের মাটি ও মানুষ তার সন্তানের প্রতি যা কিছু উজাড় করে দিলো, তা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। তিনি আরও লেখেন, নমিনেশন প্রত্যাহার করার সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। আমি শপথের কর্মী। আমার কাছে দ্বিতীয় কিছু নেই। মতলব তথা দেশকে দেওয়ার ক্ষুধা আছে। যখনই যে পরিসরে যতোটুকু সুযোগ আল্লাহ দান করেন, মতলবাসীর সঙ্গে থাকবো।

আব্দুল মোবিন ফেসবুকে আরও লেখেন, দেখা হবে চক্ষু মেলিয়া ফিরিয়া ছায়ানীড়ে, নদী জলে পদ্মা-মেঘনার বালুচরে, পাশাপাশি পথচলায় বাঁকে বাঁকে দেখা হবে, কথা হবে ফাঁকে ফাঁকে। ইনশাআল্লাহ, মতলবের মাটি ও মানুষের জন্য যা প্রয়োজন, তখনই পাশে থাকবো।

জামায়াতে ইসলামীর প্রার্থী সরে দাঁড়ানোর পর চাঁদপুর-২ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির (ছাতা প্রতীক) মো. বিল্লাল হোসেন মিয়াজীকে মনোনীত করা হয়েছে। ডা. আব্দুল মোবিন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

এদিকে জোটের মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী (এলডিপি) বলেন, ১০ দলীয় জোট থেকে আমাকে চাঁদপুর-২ আসনে মনোনীত করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত ড. মো. জালাল উদ্দিন, জামায়াতের ডা. আব্দুল মোবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানছুর আহমেদ সাকি, বিআরপির ফয়জুন্নুর আখন রাসেল, এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের গোলাম হোসেন, নাগরিক ঐক্যের এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার এবং লেবার পার্টির নাসিমা আক্তার।

ছবি: চাঁদপুর-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়