প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:১৭
চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা এবং ভোটের গাড়ি কার্যক্রম উদ্বোধন
সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব
-------অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে মাত্র দেড় বছরে খাদের কিনার থেকে তুলে এনেছে বলে মন্তব্য করেছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
|আরো খবর
তিনি বলেছেন, “দেশের অর্থনৈতিক অবস্থা এখন আর ভঙ্গুর নেই। বরং তা ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা সম্ভব হয়েছে। আগে দেশের অর্থনীতি আইসিইউতে ছিলো, এখন তা কেবিনে স্থানান্তরিত হয়েছে।”
সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত গণভোট প্রচারণায় ভোটের গাড়ির সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “এখন আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলকে সামনে আনা যাবে না এবং পেশীশক্তির মাধ্যমেও নির্বাচন প্রভাবিত হচ্ছে না। তাহলে ভোট হবে না কেন--এ প্রশ্ন রাখেন তিনি। সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।”
সালেহউদ্দিন আহমেদ বলেন, “সরকার চায় জনদরদী ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক, যারা কথায় নয়, কাজে নিজেদের প্রমাণ দেবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যে কোনো সরকারেরই এটি করা দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”
পে স্কেল সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এই পে স্কেল সংস্কার প্রয়োজন বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতোটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে। তবে এতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে।”
এ সময় অর্থ উপদেষ্টা ‘চাঁদপুরে ভোটের গাড়ি’ প্রচারণা কার্যক্রম এবং জনগণকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এর আগে সকাল দশটার সময় চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।
ছবি ক্যাপশন- চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে মতবিনিময় সভাশেষে সাংবাদিকদের সাথে।
হাসান আলী স্কুল মাঠে গণভোটের প্রচার কার্যক্রম উদ্বোধনকালে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময় সভায় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। প্রশাসন কোনো প্রার্থী বা দলের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং সবাই সমান সুযোগ পাবে।
তিনি আরো বলেন, আমরা এখানে কোনো প্রার্থীর সঙ্গে কথা বলিনি। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। জনগণ যেন সমান সুযোগ পায়, আমরা সে ব্যবস্থা করবো। নির্বাচন পরিচালনায় প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর সভা-সমাবেশ নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী চলবে। গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরকার সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে চায়, যাতে জনপ্রতিনিধিরা মানুষের জন্যে কথা বলেন এবং মানুষের কল্যাণে কাজ করেন।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ব্যাপক আয়োজন করায় জেলা প্রশাসনের প্রশংসা করেন অর্থ উপদেষ্টা।
ডিসিকে/এমজেডএইচ









