প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯
অ্যাথলেটিক্সে বাবুরহাটের জয়জয়কার
এবার লক্ষ্য সিলেট জয়, চাঁদপুরবাসীর দোয়া কামনা

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্য বজায় রেখেছে। সম্প্রতি অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর কুমিল্লা উপ-অঞ্চলে অ্যাথলেটিক্সে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে এই প্রতিষ্ঠানের অ্যাথলেটরা।
প্রতিযোগিতায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অ্যাথলেটিক্সের দশটি ইভেন্টে প্রথম স্থান, দুটি ইভেন্টে দ্বিতীয় এবং একটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে এক অনন্য গৌরব অর্জন করেছে।
কুমিল্লা অঞ্চলে এই বিশাল সাফল্যের পর এবার তাদের লক্ষ্য জাতীয় পর্যায়ের অগ্রযাত্রা। আগামী ২১ জানুয়ারি ২০২৬, বুধবার সিলেট অঞ্চলে আয়োজিত পরবর্তী ধাপের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে চাঁদপুর জেলাকে প্রতিনিধিত্বকারী এই দলটি।
বিভাগীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা চাঁদপুরবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে এবং তারা আশাবাদী যে, সিলেটের মাটি থেকেও তারা বড়ো সাফল্য ছিনিয়ে এনে চাঁদপুরের মুখ উজ্জ্বল করবে।
অ্যাথলেটদের এই ধারাবাহিক সাফল্যে বর্তমানে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।








