বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৭

হাইমচরে সাতদিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন

----শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার।।
খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচরে সাতদিনব্যাপী কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়

প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তাঁর ত্যাগ অতুলনীয়। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী তাঁর মৃত্যুতে শোকাহত।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাতদিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজরা পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। অনুষ্ঠানের শেষদিনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাও.

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়