বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

আজ অন্যরকম এক বিজয় দিবস
অনলাইন ডেস্ক

আজ ১৬ ডিসেম্বর ২০২১। মহান বিজয় দিবস। তবে অতীতের অন্য সকল বছরের ন্যায় এ বিজয় দিবসটি গতানুগতিক নয়। এটা অন্যরকম এক বিজয় দিবস। আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ৮ মাস ২০ দিনব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর ৯১ হাজার ৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে বিশে^র বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি সরকারি এক প্রজ্ঞাপনে এ দিনটিকে বিজয় দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং প্রতি বছর এইদিনে সরকারি ছুটি পালিত হবে বলে ঘোষণা করা হয়।

১৯৯৬ সাল ছিলো স্বাধীনতা অর্জনের ২৫ বছরপূর্তি তথা রজতজয়ন্তীর বছর। কিন্তু সে বছরটি ছিলো রাজনৈতিক সংঘাতপূর্ণ। নব্বইর গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে পাঁচ বছর মেয়াদপূর্তির আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচন সম্পন্ন করে। যে নির্বাচনটি অর্থাৎ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হওয়ায় অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে। বিএনপি সরকার গঠন করলেও সংসদ স্থায়ী হয় মাত্র ১২ দিন। আওয়ামী লীগসহ বিরোধী দলের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ জুন। তারপর সরকার গঠন করে স্বাধীনতার রজতজয়ন্তী যথাযথ মর্যাদায় উদ্যাপনের পর্যাপ্ত সময় পায়নি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। ফলে আড়ম্বরহীনতায় এবং গতানুগতিক কর্মসূচিতে স্বাধীনতার রজতজয়ন্তীর বছরটি পার হয়ে যায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর চলতি ২০২১ সালে টানা তৃতীয় মেয়াদের সরকারে আছে আওয়ামী লীগ, যে দলটির নেতৃত্বে ১৯৭১ সালে সংঘটিত হয় মুক্তিযুদ্ধ। রক্তক্ষয়ী এ সশস্ত্র মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিলো ২০২০ সালের ১৭ মার্চ অর্থাৎ ১ বছর পূর্বে। এ উপলক্ষে সরকার মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১। কিন্তু করোনাভাইরাসের কারণে এ বছরে গৃহীত কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের দিন পর্যন্ত করা হয়। এদিকে চলতি ২০২১ সালের ২৬ মার্চ অর্থাৎ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস থেকে আজকের ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত সরকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকল্পে কর্মসূচি গ্রহণ করে। এর ফলে যুগপৎভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালনের সুযোগ তৈরি হয়।

দেশ ও জাতির কাছে দুটি অসাধারণ উপলক্ষের আজ শেষদিন ১৬ ডিসেম্বর ২০২১। সেজন্যে এদিনটি অর্থাৎ এবারকার বিজয় দিবসটি অন্যরকম-নিঃসন্দেহে অসাধারণ। দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মহামারী করোনাসহ বিভিন্ন সীমাবদ্ধতা ও অনিবার্য কারণে আয়োজন করা সম্ভব না হলেও চাঁদপুরে সেটি আয়োজন সম্ভব হয়েছে পূর্ববর্তী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সঙ্কীর্ণ পরিসর ছেড়ে বৃহৎ পরিসরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে। এখানেই আজকের সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিজয় দিবসের সবচে’ জমকালো পর্বটি। আজ বিকেলে প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীকে যে গণশপথ করাবেন, তার আলোকেই সান্ধ্যকালীন পর্বে আমরা গ্রহণ করবো স্বাধীনতাকে রক্ষার ও দেশকে বিশে^র মধ্যে উন্নত দেশে পরিণত করার দৃঢ় অঙ্গীকার। এর ফলে আজকের অন্যরকম বিজয় দিবসটি ভবিষ্যতে স্মরণের আভরণে হবে আভরিত এবং মাইলফলক হিসেবে চিহ্নিত। আজকের বিজয় দিবসের সকল কর্মসূচির সর্বাত্মক সাফল্য কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়