সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৪:০০

শ্রীনগরে মিথ্যে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে মিথ্যে সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা

শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় সেই খবরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলো পত্রিকায় “চাঁদা না দেওয়ায় রাস্তার নির্মাণ কাজ বন্ধ” শিরোনামে একটি অসত্য খবর প্রকাশিত হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী সদস্য ও অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী।

এসময় জানানো হয়, সরকারি প্রকল্পের কাজ যদি কোনো সরকারি সংস্থা বন্ধও করে, সেখানে অভিযোগভুক্ত ব্যক্তির কোনো দায়িত্ব থাকে না।

বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া বাধ্যতামূলক। এ ধরনের দায়িত্বহীন সংবাদ পেশাদার সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রাস্তার কাজ বন্ধের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ বন্ধ থাকার কোনো রেকর্ড নেই এবং কাজ স্বাভাবিকভাবেই চলছে।

সংবাদ প্রকাশের বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষ জানায়, খবরটি তাদের লোকাল রিপোর্টার পাঠিয়েছে এবং বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বস্ত করেন।

প্রতিবাদ সভায় সাংবাদিকতার পেশাদারিত্ব রক্ষা এবং মূলধারার গণমাধ্যম চর্চা জোরদার করার আহ্বান জানানো হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়