প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০১:০৫
পুরাণবাজার ঘোষপাড়ায় দীপাবলি উৎসব পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সোমবার (২০ অক্টোবর ২০২৫) সারাদেশের ন্যায় চাঁদপুরেও সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পূজা অর্চনা ও অনুষ্ঠানাদি সহযোগে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন করেছেন। কালীপূজা নামে বেশি পরিচিত এই পূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর দীপাবলি হচ্ছে অন্ধকার বিদূরিত করার লক্ষ্যে আলোর উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন অশুভ শক্তির বিনাশকারী মাতৃরূপিণী দেবী। তাঁদের বিশ্বাস, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন।
|আরো খবর
শ্যামাপূজা উপলক্ষে চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া মন্দিরে শ্রী শ্রী সার্বজনীন শ্যামা কালী পূজা ও দীপান্বিতা আয়োজন করা হয়। রাতে ঘোষপাড়া কালী পূজা কমিটি আয়োজিত দীপাবলি উৎসব পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

ছবি ক্যাপশন- পুরাণবাজার ঘোষপাড়ায় কালী পূজা কমিটি আয়োজিত দীপাবলি উৎসব পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের আমন্ত্রণে চাঁদপুর জেলা প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তা ঘোষপাড়া শ্যামা কালী পূজা ও দ্বীপান্বিতা অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, ঘোষপাড়া কালী পূজা কমিটির সভাপতি বিপ্লব কুমার গোপ, সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ ঘোষ, শান্তি রঞ্জন দাস, সদস্য তন্ময় দত্ত ও পূজা সংশ্লিষ্ট অন্যরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরাণবাজার ঘোষপাড়া কালী পূজা কমিটির সভাপতি বিপ্লব কুমার গোপ জানান, সন্ধ্যায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে দীপাবলি উৎসব উদযাপন করা হয়।
মন্দির-মণ্ডপ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শ্মশানে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে দীপাবলির আয়োজন করা হয়।
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতারা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।