শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০১:২৫

শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভষ্মিভূত

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভষ্মিভূত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৬ মে ভোর রাত ১টা ৪৫ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহতা। ঘটনাটি ঘটে উপজেলার গোপালনগর বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর সেটি দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে পুরো বাজারের বেশিরভাগ অংশ।

ফায়ার সার্ভিসের শ্রীনগর ইউনিটের প্রধান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

“তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।” — ফায়ার সার্ভিস কর্মকর্তা

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন:

“তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার সবধরনের সহযোগিতা দেবে।”

ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শরাফত আলী সপু। তিনি সাংবাদিকদের জানান:

“এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত চক্র এর পেছনে জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। বিষয়টি তদন্ত হওয়া জরুরি।”

এদিকে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তাঁদের দাবি, বাজারে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এমন ভয়াবহতা ঘটেছে।

তদন্তকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং কাজ শুরু করেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রস্তুত করছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়