প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০২:১৫
সংযুক্ত আরব আমিরাতে সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের সার্ক সাংবাদিক ফোরাম চ্যাপ্টারের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ ২০২৫ (শুক্রবার) দেরা দুবাইয়ের নাখিলস্থ মনপুরা রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।
|আরো খবর
সার্ক সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন মুন্নার সঞ্চালনায় এবং চ্যানেল এস আমিরাত প্রতিনিধি ও ফোরামের সভাপতি শামসুর রহমান সোহেলের সভাপতিত্বে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রুবেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সালমান-সুমন ক্লিনিং সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন, ফাস্ট আবুধাবি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন মজুমদার, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর সভাপতি সিরাজুল হক, উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহে আলম, বিশিষ্ট সমাজসেবক ফেনির কৃতি সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন, তরুণ উদ্যোক্তা লক্ষীপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ রাসেল, দুবাই শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান, ৩নং আলগী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজি মোহাম্মদ রাসেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদ ফয়সাল, সার্ক সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, যুগ্ম সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সদস্য কাজী নেজামউল্লাহ ও মোহাম্মদ জাহিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সার্ক সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক মানিক। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, রমজানের তাৎপর্য অত্যন্ত গভীর, যা আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি মানবসেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, আগামীতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে মানবকল্যাণে কাজ করবে। ইফতার মাহফিলে সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সৌহার্দ্য ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।
সার্বিকভাবে এই ইফতার মাহফিল সকল অংশগ্রহণকারীর মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছে, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।
ডিসিকে /এমজেডএইচ