সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩২

সংযুক্ত আরব আমিরাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

শরিফুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে যুবদল কতৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিদীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর বাদ মাগরিব আজমানে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

IMG-20251201-WA0020

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমান বিএনপির সভাপতি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা বাবু নীল রতন দাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট শাসন আমলে মিথ্যা মামলায় দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। জেলে অমানবিক নির্যাতন ও অবহেলার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি।

বক্তারা আরও বলেন, বেগম জিয়া দেশের মানুষের কাছে দেশপ্রেমগণতান্ত্রিক আদর্শের প্রতীক। তাঁর স্বাস্থ্যের সংকটময় মুহূর্তে দেশের সব শ্রেণি-পেশার মানুষ তাঁর জন্য দোয়া করছেন।

প্রধান বক্তা আবেগাপ্লুত হয়ে দেশ ও প্রবাসের সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানান এবং বলেন—তিনি সুস্থ হয়ে ফিরলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।

সবশেষে ইমাম সাহেবের নেতৃত্বে উপস্থিত সবাই দুহাত তুলে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ুআরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়