প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫
কচুয়ায় চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের খালেদা জিয়া স্মরণে দোয়া ও মিলাদ

কচুয়ায় জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার আশ্রাফপুরে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সংগঠনের আহ্বায়ক খালেদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাছির মির্জার পরিচালনায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধুরাপুর জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ’র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আলমগীর হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক মো. ইয়াহিয়া চৌধুরীসহ জিয়া সাইবার ফোর্স চাঁদপুর ও কচুয়া উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।








