রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২২:১২

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে চাঁদপুর আসছেন অর্থ উপদেষ্টা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে চাঁদপুর আসছেন অর্থ উপদেষ্টা

গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) চাঁদপুর আসছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সাথে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। তিনি বেলা সাড়ে ১১টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে উপস্থিত হবেন এবং প্রধান অতিথি হিসেবে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

অর্থ উপদেষ্টা'র চাঁদপুরে এটাই প্রথম সফর।

তাঁর আগমনে ইতোমধ্যে সকল আয়োজন এবং প্রস্তুতি সম্পূর্ণ করেছে চাঁদপুর জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার।

'গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ' উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় অর্থ উপদেষ্টা আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের জন্যে অনুরোধ করবেন এবং 'হ্যাঁ' ভোটের পক্ষে সমর্থন চাইবেন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সমাজের বিশিষ্টজন উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়