প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২২:১৪
মতলব উত্তরে সাংবাদিক মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

মতলব উত্তর উপজেলার সাংবাদিক জহিরুল হাসান মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দিবাগত মধ্যরাতে উপজেলার ষাটনল ইউনিয়নের কনু মার্কেটে রাস্তার পাশের দোকানে চুরির ঘটনাটি ঘটে। চোর চক্র অন্তত ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় এবং বেশ কিছু মালামাল নষ্ট করে রেখে যায় ।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে 'দৈনিক চাঁদপুর দর্পণ'-এর মতলব উত্তর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহিরুল হাসান মিন্টুর দোকানে গিয়ে দেখা যায়, দোকানের শাটারের তালা ভাঙ্গা, বিভিন্ন মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, গুরুত্বপূর্ণ ও দামি অনেক মালামালের স্টক খালি করে মালামাল নিয়ে গেছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ও স্টিলের আলমারিও ভাঙ্গাচুরা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে ।
সাংবাদিক জহিরুল হাসান মিন্টুর ভাতিজা মজিবুর রহমান জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে দোকানের শাটার ভালোভাবে বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি ফিরেন। ভোরবেলা দোকানের তালা ভাঙ্গা ও সব কিছু খোলা এবং এলোমেলো অবস্থায় পড়ে আছে বলে লোকমারফত খবর পেয়ে দোকানে গিয়ে চুরির ঘটনার আলামত দেখতে পান। তিনি জানান, দোকানের ক্যাশে ছিলো ৩০ হাজার টাকা, আলমারিতে ছিলো দামী সিগারেট, বাচ্চাদের বিভিন্ন প্রকারের দুধ, দামী কিছু প্রসাধনী, যা চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।
সাংবাদিক জহিরুল হাসান মিন্টু জানান, গত ২০ দিনে মতলব উত্তর উপজেলায় তিনজন সাংবাদিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে, যা সত্যিই দুঃখজনক। উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি পুলিশের আরও আন্তরিক হওয়াটা আশা করছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে নাগরিকদেরও আরো সচেতন হওয়া দরকার।








