সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬

মতলবে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খালে, আহত ১৭

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খালে, আহত ১৭
দুর্ঘটনায় খালে পড়ে আছে জৈনপুর পরিবহনের বাস।

মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় যাত্রীবাহী বাস খালে পড়ে কমপক্ষে ১৭ ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বেলা দুটার দিকে ঢাকাগামী জৈনপুর পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন : মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), একই গ্রামের রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), সদর উপজেলার চান্দ্রাবাজার এলাকার বায়েজীদ (৩), একই এলাকার ইয়াছমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)সহ আরো ১০ ব্যক্তি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুরহাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় এলে একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ সময় বাসে থাকা ২৫/৩০ জন যাত্রীর মধ্যে ১৭ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের দায়িত্ব অবহেলাকে নিয়ে হতাশা প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসনাইন সানীব, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক এবং ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান।

উপস্থিত লোকজন অভিযোগ করে বলেন, ক'দিন পরপর এই রাস্তায় একই ধরনের বাস দুর্ঘটনা ঘটছে, ফলে নানাভাবে মানুষ আহত এবং প্রাণহানির ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ সড়ক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়