সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮

মানুষের ভালবাসা

মহসিন আলম মুহিন

মানুষের ভালবাসা মহসিন আলম মুহিন

বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ তার নাম,

জ্ঞান অর্জন আচার আচরণ সব কিছুতেই মানুষের সুনাম।।

জন্ম থেকে মৃত্যু অবধি কত যে তার কাজ,

ইচ্ছে করলেই ভুলে যেতে পারে লোভ এবং লোভীর মত আছে যত খারাপ কাজ।।

শিক্ষক হয়ে ছাত্রের জীবন করে দিতে পারে গঠন,

শাসক হয়ে জনতার মাঝে জ্বেলে দিতে পারে হাজারো আশার স্বপন।।

ওস্তাদ হয়ে জাগতিক আর আধ্যাত্মিক জ্ঞানের দীক্ষা দেন মানুষেরে;

বড়োই মানবিক, কতো যে মহৎ কাজ এটা সুন্দর এই সংসারে।।

সামাজিক কাজে লাগিয়ে সময় কতো উপকার করে;

বন্যা, ঝরা, রোদ, বৃষ্টি খরায় মানুষ মানুষের হাত ধরে হাজারো সহায়তা করে।।

ধনবানরা ধন দিয়ে যায় সেবকেরা দেয় সেবা,

ডাক্তার নার্স রোগীদের দেখে এমন আপন আর কেবা,

গৃহহীনে করে গৃহদান কেউ বুভুক্ষুরে দেয় খাবার;

রক্তহীনে রক্ত দান করে মানুষের ভালবাসা অপার।।

মানুষের জন্যে উপাসনা বাড়ে, বাড়ে কতো তীর্থ স্থান;

মানুষের জন্যে মানুষই গড়ে দ্রুত গতির যান।।

অনেকে বড়ো সার্টিফিকেট নিয়ে অনেক বড়ো বড়ো কাজ করে,

মানুষের জন্যে সুন্দর আবাসন-বসবাসের গৃহ গড়ে।।

ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্যে মানুষ,

কাঁধে কাঁধ মিলিয়ে কতো কাজ করে ভেদাভেদ ভুলে উড়ায় রংয়ের ফানুস।।

মান-অভিমান ঝগড়াঝাটি হলে হঠাৎ কভু,

আবার আপসে মিলেমিশে একসাথে খেলে একসাথে চলে;

থেমে থাকে না মানুষ ছাড়া আর কাউকে এতো মধুর গুণ দেননি মহান প্রভু।।

ধানের মাঝে চিটা থাকবে এ তো পুরাতন কথা,

দোষ গুণ নিয়েই মহান মানুষ তবু বেশি আছে মানবতা!

এখনো মানুষ মানুষের জন্যে অনেক চিন্তা করে,

নয়তো পৃথিবী থেমে যেতো হাহাকারে যেতো ভরে।।

বৃদ্ধ মানুষ রাস্তায় চলে হাতে তার ভারী বোঝা,

এখনো মানুষ দরদ করে ছুটে আসে বাসায় পৌঁছে দেয় সোজা,

কঠিন শীতে কম্বল নিয়ে দাঁড়ায় মানুষের কাছে,

মানুষের জন্যে এখনো যে কতো মহান মানুষ আছে।।

কন্যা দায়গ্রস্ত পিতা যখন চিন্তা চিন্তায় মরে,

বন্ধুর মতো মহৎ মানুষেরা আসে তার আঙ্গিনা জুড়ে,

চিকিৎসার জন্যে পায় না যখন কোনো কুল কিনারা,

নিকট বন্ধু স্বজনেরা সবে তার ডাকে দেয় সাড়া।।

শিক্ষা আর স্বাক্ষরতায় কমতি ছিলো কতো,

মানুষের পাশে মানুষ দাঁড়ায়ে তা এখন একশতে একশত,

বিচারের বাণী নীরবে নিভৃতে আর থাকে না ঝুলে,

যদিও কিছু গরমিল আছে হয়তো তা যাবে চলে মানুষ মানুষের কথা বলে।।

মহসিন আলম মুহিন : এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়