সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪০

মতলব উত্তরে যৌথ বাহিনীর গোপন অভিযান: বিপুল অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক

গভীর রাতে অভিযান, অতঃপর.........

প্রতিবেদন: মো. জাকির হোসেন
গভীর রাতে অভিযান, অতঃপর.........
ছবি : সংগৃহীত

ডিসিকে/এমজেডএইচ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর গোপন অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকা থেকে নাজমুল মোল্লা (২১) নামে এক ডাকাতকে আটক করা হয়।

আটক নাজমুল মোল্লার বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার গৈলা গ্রামে। সে দীর্ঘদিন ধরে মেঘনা নদীসংলগ্ন এলাকায় ডাকাতি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

গোপন অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে নাজমুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়—

অস্ত্র: শটগানের ৬টি কার্তুজ

মাদক: ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি মদের বোতল

অর্থ: নগদ ২,১৬,৫০০ টাকা

ডাকাতির সরঞ্জাম: ৬টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৮টি লাইফ জ্যাকেট, ৪টি হেলমেট, একটি লেজার লাইট, দুটি লাইট

মাদক ব্যবহারের উপকরণ: ৪০ পিস কলকি, একটি গাঁজা মাপার মেশিন

যোগাযোগের মাধ্যম: চারটি মোবাইল ফোন

চাঁদাবাজির নথি: একটি চাঁদা সংগ্রহের বই

ডাকাত দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, "সংঘবদ্ধ ডাকাত দলকে নির্মূল করতে আমরা কঠোর অভিযান পরিচালনা করছি। নাজমুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তার দলের অন্যান্য সদস্যদের সন্ধান বের করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ সবাইকে আইনের আওতায় আনা হবে।"

ডাকাত চক্রের তৎপরতা ও প্রশাসনের নজরদারি

মেঘনা নদী ও সংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরে ডাকাত দলের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও বরিশালের বিভিন্ন নৌরুটে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে।

এর আগে, ২০২৪ সালের আগস্ট মাসে উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে ৯ জন ডাকাতকে আটক করা হয়। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। তবে, স্থানীয়রা মনে করেন, চাঁদপুর ও আশপাশের নদী পথে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হলে ডাকাতি এবং মাদক চোরাচালানের মতো অপরাধ অনেকাংশে কমে আসবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়