সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫০

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৫০টি যানবাহনে তল্লাশি

৮ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৫০টি যানবাহনে তল্লাশি

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৫০টি যানবাহন তল্লাশি করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নগদ টাকা জরিমানাসহ ৮টি মামলা দায়ের ও ৮টি গাড়ি জব্দ করা হয়।

জানা যায়,

লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশ।

অভিযানে ছোট-বড় ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের, বিভিন্ন যানবাহনের চালকের কাছ থেকে পৃথক হারে মোট নগদ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং লাইসেন্স না থাকায় ৮টি যানবাহন জব্দ করে থানায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়