রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫

ঢাকা-দোহার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই ভাই

মো জাকির হোসেন
ঢাকা-দোহার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই ভাই
ছবি : প্রতীকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্যবাঘড়া গ্রামের তিন চাচাতো ভাই এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ২৮ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-দোহার সড়কের জাহানাবাদ এলাকায়।

আহতরা হলেন শফিউল্লাহ (পিতা মোঃ শাহাবুদ্দিন), আবির (পিতা মোঃ আয়নাল) এবং খালেদ (পিতা মোঃ দেলোয়ার)। তিনজন একই মোটরসাইকেলে যাত্রা করছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, শফিউল্লাহর আঘাত তুলনামূলক কম হলেও আবির ও খালেদের অবস্থার গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সড়কের পাশের খানাখন্দ ও পর্যাপ্ত আলোর অভাব দুর্ঘটনার কারণ হতে পারে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পরিবারের সদস্যরা আহতদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত সড়কের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়