প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ নেওয়ার সময় হিসাবরক্ষক গ্রেপ্তার
পাসপোর্টের পেছনে কি লুকিয়ে ছিল?
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
|আরো খবর
দুদকের মহাপরিচালক জানান, ফারুক আহমেদ একজন পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগ পাওয়ার পর দুদক ফাঁদ পাতে। ঘুষ লেনদেনের সময় ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পেছনের গল্প দুদক সূত্র জানায়, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামে একজন নাগরিক পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ তার কাছে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।
ঘুষ চাওয়ার বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি সমাধানের জন্য ফারুক আহমেদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে মিরানার মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়। অডিও রেকর্ডে ঘুষ চাওয়ার প্রমাণ মেলে।
দুদকের পদক্ষেপ: এ ঘটনায় দুদক বিধিমালা, ২০০৭-এর ১৬ নম্বর ধারা অনুযায়ী একটি ফাঁদ মামলা করা হয়। মামলার ভিত্তিতে ঠাকুরগাঁও দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মরজির নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক জনাব তাহাসিন মুনাবীল হক।
পরবর্তী ব্যবস্থা: গ্রেপ্তারের পর ফারুক আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দুদক জানিয়েছে। পাসপোর্ট নবায়নের নামে ঘুষ দাবির এমন ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
p style="text-align: justify;">দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি দমন এবং ঘুষের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সেবাদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।ডিসিকে/এমজেডএইচ