প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কক্সবাজারে গুলিবিদ্ধ হয়ে নিহত
কক্সবাজারে রক্তাক্ত রাত
কক্সবাজারের সীগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
|আরো খবর
হোটেলে অবস্থানের বিবরণ: নিহত গোলাম রব্বানী টিপু, খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু এবং ২৭ বছর বয়সী এক নারী রুমি একসঙ্গে কক্সবাজারের হোটেল গোল্ডেন হিলে উঠেছিলেন। হোটেলের ম্যানেজার মোহাম্মদ শফিক জানান, বৃহস্পতিবার সকালে তারা হোটেলের ৭০৩ নম্বর ফ্ল্যাটে অবস্থান করেন।
ফ্ল্যাটের এক কক্ষে গোলাম রব্বানী এবং অপর কক্ষে শেখ হাসান ইফতেখার ও রুমি অবস্থান করছিলেন। সন্ধ্যার পর গোলাম রব্বানী হোটেল থেকে বের হন, কিন্তু তিনি আর ফিরে আসেননি।
হত্যাকাণ্ডের বিবরণ: সীগাল পয়েন্টের কাঠের ব্রিজের পাশে রাত সাড়ে ৮টার দিকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় একজন অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, তিনি একটি গুলির শব্দ শোনার পর একজনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন। বাবু তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত গোলাম রব্বানী টিপু খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা। তিনি মো. গোলাম আকবরের ছেলে।
সন্দেহভাজন আটক, নারী পলাতক: ঘটনার পরপরই র্যাব-১৫ এর অভিযানে সন্দেহভাজন হিসেবে শেখ হাসান ইফতেখার ওরফে চালুকে হোটেল গোল্ডেন হিল থেকে আটক করা হয়েছে। তবে তাদের সঙ্গে থাকা রুমি নামের নারী পলাতক রয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত চলছে। সন্দেহভাজন চালুকে আটক করা হয়েছে এবং খুব শিগগিরই ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
পরবর্তী পদক্ষেপ: ঘটনার কারণ এবং পেছনের কাহিনী জানতে র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। হোটেল সংশ্লিষ্ট কর্মচারীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
তদন্তে সংশ্লিষ্টরা জানিয়েছেন, গোলাম রব্বানী টিপুর সঙ্গে তার রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনো বিরোধের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
ডিসিকে/এমজেডএইচ