রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৫:৩০

৩৫টি পূজা মণ্ডপে চাঁদপুর পৌরসভার আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
৩৫টি পূজা মণ্ডপে চাঁদপুর পৌরসভার আর্থিক অনুদান প্রদান
চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর কর্তৃপক্ষ

চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর কর্তৃপক্ষ। সোমবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উদযাপন ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

মতবিনিময় সভাপয় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।

বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমল কুমার ঘোষ, সহ- সভাপতি পরেশ মালাকার, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা , পৌর সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক

সুমন সরকার জয়।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া, পৌর নির্বাহী প্রকৌশলী এ এইচএম শামসুদ্দোহা, হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান পৌর প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারসহ অনুষ্ঠানে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় সনাতনী ভাই বোনদের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়ে

পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক বলেন, পৌরভায় বসবাসরত আপনারা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে আপনাদের এই ধর্মীয় উৎসবটি পালন করতে পারেন। পৌর এলাকার রাস্তাগুলোর সংস্কার কাজ দ্রুতগতিতে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছি। দর্শনার্থী ও পূজারীদের চলাচলের সুবিধার্থে রাবিস ও ইট দিয়ে রাস্তা মেরামত করা হচ্ছে। মন্ডপ এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে।

এছাড়া তিনি বলেন, মশক নিধনের জন্যও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে।আপনাদের নিরাপত্তার জন্য পুজার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য মাঠে কাজ করবে। এবং আপনাদের প্রয়োজনে সব সময় আমাকে পাশে পাবেন।

সভাশেষে পৌর এলাকার ৩৫টি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রতিটা মণ্ডপে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়