প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৩
হাজীগঞ্জে গোসলখানার বালতির পানিতে ডুবে প্রান গেলো শিশুর
নিজেদের বাড়ির গোসলখানার পানি ভর্তি বালতিটে ডুবে প্রান গেলো মুনতাহা নামের এক বছর বয়সী এক কন্যা শিশুর। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের বিনা গাজী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. রিয়াদ পাটওয়ারীর সন্তান।
|আরো খবর
এ বাড়ির লোকজন জানান, এ দিন বিকালে শিশু মুনতাহা আক্তারকে নিজ বসতঘরের পাশে গোসলখানার বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎখনিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক জানান, মুনতাহা আর বেঁচে নেই।
পরিবারটি ধারণা, শিশুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে গোসলখানায় চলে যায়। এসময় গোসলখানায় রাখা বালতির পানি নিয়ে খেলাধূলা কিংবা পানি খেতে গিয়ে শিশুটি বালতিতে উপুড় হয়ে পড়ে তাতে আটকে যায় পানিতে ডুবে মারা যায় আর তাতেই মৃত্যু ঘটে শিশুটির।
বালতির পানিতে ডুবে শিশু মুনতাহা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় মহিউদ্দিন পাঠান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স এক বছর তিন দিন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান,বিষয়টি আমি লোকমুখে শুনেছি।