শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৩

হাজীগঞ্জে গোসলখানার বালতির পানিতে ডুবে প্রান গেলো শিশুর

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে গোসলখানার বালতির পানিতে ডুবে প্রান গেলো শিশুর

নিজেদের বাড়ির গোসলখানার পানি ভর্তি বালতিটে ডুবে প্রান গেলো মুনতাহা নামের এক বছর বয়সী এক কন্যা শিশুর। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের বিনা গাজী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. রিয়াদ পাটওয়ারীর সন্তান।

এ বাড়ির লোকজন জানান, এ দিন বিকালে শিশু মুনতাহা আক্তারকে নিজ বসতঘরের পাশে গোসলখানার বালতিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাৎখনিক শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক জানান, মুনতাহা আর বেঁচে নেই।

পরিবারটি ধারণা, শিশুটি খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে গোসলখানায় চলে যায়। এসময় গোসলখানায় রাখা বালতির পানি নিয়ে খেলাধূলা কিংবা পানি খেতে গিয়ে শিশুটি বালতিতে উপুড় হয়ে পড়ে তাতে আটকে যায় পানিতে ডুবে মারা যায় আর তাতেই মৃত্যু ঘটে শিশুটির।

বালতির পানিতে ডুবে শিশু মুনতাহা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় মহিউদ্দিন পাঠান নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি জানান, মারা যাওয়া শিশুর বয়স এক বছর তিন দিন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান,বিষয়টি আমি লোকমুখে শুনেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়