রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে

চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে
কামরুজ্জামান টুটুল ॥

আজ ২১ এপ্রিল শুক্রবার চাঁদপুর জেলার বিভিন্ন গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতর পালিত হচ্ছে। সৌদি আরবে চাঁদ দেখা গেছে সেই হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। ‘এক দুনিয়া এক চাঁদ’ এমন রীতিকে সামনে রেখে ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর সাহেব আল্লামা মুফতি ইসহাক (রঃ) এই নিয়ম চালু করেন। যা দিন দিন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। অপরদিকে দেশের আকাশে কোথাও আজ (বৃহস্পতিবার) চাঁদ না দেখার কারণে শনিবার রাষ্ট্রীয়ভাবে ঈদুল ফিতর পালনের সিদ্ধান্ত অনেকটাই নিশ্চিত।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা গেছে এমন খবরে নিশ্চিত হয়ে সাদ্রা দরবার শরীফের অনুসারীরা ঈদসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে। যেহেতু বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে সেই খবর পাওয়ার পরেই সাদ্রা দরবার শরীফের অনুসারীরা ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। এ সংবাদ লিখা পর্যন্ত সাদ্রা দরবারে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ নিয়ে মিটিং চলমান রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

চাঁদপুরে প্রায় অর্ধশত গ্রামের মানুষ আজ শুক্রবার ঈদ উল ফিতর পালন করছেন। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলচোঁ, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার-বাসারা, কাঁসারা, উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতলা, নুরপুর, শাচনমেঘ, ষোলদানা, চরদুঃখিয়া এবং মতলব উত্তর উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।

চাঁদপুরের বাইরে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও চট্টগ্রাম জেলার বহু গ্রামে মাওঃ ইছহাক (রঃ)-এর অনুসারীরা আজকে ঈদ উদযাপন করবেন।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সাদ্রা দরবার শরীফের সাবেক পীর আল্লামা আবু ইছহাক (রঃ) ১৯২৮ সাল থেকে ‘এক দুনিয়া এক চাঁদ’-এর উপর ভিত্তি করে ধর্মীয় রীতি-নীতি প্রচলন শুরু করেন। তাঁর ইন্তেকালের পর তাঁর ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

শুক্রবারে ঈদ পালন করবেন আর ঈদের জামাতে যাবেন এমন হাজীগঞ্জের সমেশপুর গ্রামের তানজিবুল ইসলাম মামুন ও সাদ্রা গ্রামের ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, শুক্রবার আমাদের এখানে ঈদ হবে সেটা মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ঈদগাহগুলোতে ডেকোরেশনের কাজ শুরু হয়েছে। সকালে প্রথম ঈদের জামায়াত শুরু হবে সাদ্রা ফাযিল মাদ্রাসা মাঠে। পাশের সমেশপুর ঈদগ্হা মাঠে সকাল ১০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়