প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৪০
হেরার আলো
অনলাইন ডেস্ক
১১-সূরা হুদ ১২৩ আয়াত, ১০ রুকু, ‘মক্কী’
৩১। ‘আমি তোমাদিগকে বলি না, আমার নিকট আল্লাহ্র ধন-ভাণ্ডারআছে, ‘আর না অদৃশ্য সম্বন্ধে আমি অবগত এবং আমি ইহাও বলি না যে, আমি ফিরিশ্তা। তোমাদের দৃষ্টিতে যাহারা হেয় তাহাদের সম্বন্ধে আমি বলি না যে, আল্লাহ্ আমাদিগকে কখনই মঙ্গল দান করিবেন না; তাহাদের অন্তরে যাহা আছে তাহা আল্লাহ সম্যক অবণত। তাহা হইলে আমি অবশ্যই যালিমদের অন্তর্ভুক্ত হইব।’