প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২১:৩৪
বালিথুবায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ

বাড়ি খালি পেয়ে বহিরাগত সন্ত্রাসী এনে পাকা দেয়াল ভেঙ্গে দেয়ালের ভেতরে থাকা সম্পত্তির পাশে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ করেছেন ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের জনৈক মো. চাঁন মিয়া। লিখিত অভিযোগের আলোকে জানা যায়, ১৬ জুলাই ২০২৫ (বুধবার) উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল গ্রামের পাটাগাজী মিজি বাড়ির চাঁন মিয়া তার পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ থাকার কারণে পরিবারের সবাইকে নিয়ে চাঁদপুরের একটি হাসপাতালে অবস্থান করছিলেন। এ সময় বাড়ি থেকে খবর আসে যে, অভিযোগে উল্লেখিত বিবাদী রমজান, মুজিব মিজি, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, রুহুল আমিন, আবু জাফরসহ বহিরাগত আরো কিছু লোক তার বিল্ডিংয়ের উত্তর-পূর্ব কর্নারে দেয়াল দিয়ে বাউন্ডারি করা বাগান, দেয়াল ভেঙ্গে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে তাদের দখলে নিয়ে নিয়েছে। এ সময় সন্ত্রাসীরা কোনোরকম বাধা-বিঘ্ন না পাওয়ায় চাঁন মিয়ার বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যায় বলে জানা যায়।
|আরো খবর
অন্যদিকে বিবাদীদের সাথে এ বিষয়ে কথা হলে তারা বলেন, আদালত রায় দিয়েছে এই সম্পত্তি তাদের, তাই তারা এই সম্পত্তি দখলে নিয়েছেন। ঐ বাড়ির কয়েকজনসহ এলাকাবাসীর সাথে কথা হলে তারা বলেন, আমরা শুনেছি এই সম্পত্তি চাঁন মিয়া ক্রয় করেছে এবং দীর্ঘদিন তিনিই এ সম্পত্তি ভোগদখল করে আসছেন। এই সম্পত্তি নিয়ে মামলা চলে সেটাও আমরা শুনেছি। কিন্তু চাঁন মিয়ার পরিবার বাড়িতে না থাকায় বিবাদীরা এই সুযোগে কেনো এই সম্পত্তি দখল করেছে সেটা আমাদের বোধগম্য নয়।