প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৯:৩৫
মরহুম অ্যাড. আব্দুল মান্নান খান স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

চাঁদপুুর জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য মরহুম অ্যাড. আব্দুল মান্নান খান মহিনের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল সোয়া ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের সভাপ্রধানে জেলা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স আয়োজন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত করেন অ্যাড. জাবির হোসেন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. মাহবুব আলম চিশতী।
ফুলকোর্ট রেভারেন্স শেষে দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুমের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন বাবর বেপারী। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসীম উদ্দীন (মেহেদী হাসান)। শোক সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. আব্দুল লতিফ শেখ, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. আমান উল্লাহ (১), অ্যাড. জাকির হোসেন ফয়সাল , অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. তোফায়েল হোসেন জোসেফ, অ্যাড. শাহ আলম ফরাজি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ।
মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটের সময় চাঁদপুর জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ ফ্লোরে পড়ে যান অ্যাড. আব্দুল মান্নান খান (মহিন)। সাথে সাথে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষী রেখে যান। এদিন বাদ আসর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জানাজা শেষে তাঁকে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।