বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৬:৪৮

কচুয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

মো.আলমগীর তালুকদার।।
কচুয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান
কচুয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি প্রাপ্তদের সনদ, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করছেন প্রধান অতিথি সহ অন্যরা।

কচুয়ায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) কচুয়া পৌরসভার সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ, নগদ অর্থ প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। এ সময় তিনি বলেন, কচুয়ার প্রথম কিন্ডারগার্টেন সারাইজ স্কুল। দীর্ঘ বহু বছর ধরে আমরা শিক্ষার্থীদের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছি। কচুয়ার কোমলমতি শিক্ষার্থীদের জন্যে এই প্রতিষ্ঠান সমাজে আলোর দিশারী হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোতাহের হোসেন দুলাল, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো.আলমগীর তালুকদার, অভিভাবক সমীর চন্দ্র কর ও সমাজসেবক জাকির হোসেন পাটোয়ারী।

আলোচনা শেষে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার সহ অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়