বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৯:৪০

বিনামূল্যে শিশুদের সাঁতার প্রশিক্ষণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বিনামূল্যে শিশুদের সাঁতার প্রশিক্ষণ

দেশে প্রতিদিন পানিতে ডুবে অন্তত ৪০ জন শিশুর মৃত্যু হয়। এই মৃত্যুরোধে চাঁদপুরে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিসিবি) প্রকল্পের আওয়তায় মানবিক উন্নয়ন কেন্দ্র 'পদক্ষেপ'-এর আয়োজনে গ্রুপভিত্তিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনের পুকুরে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউসার আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সাঁতার প্রশিক্ষণ প্রতিষ্ঠান পদক্ষেপ-এর প্রধান সমন্বয়কারী নুরুন্নাহার রিপাসহ অন্যান্য অতিথি।

নুরুন্নাহার রিপা জানান, আমরা গত বছর থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সাঁতার না জানা শিশুদের নিয়ে এই সাঁতার কার্যক্রম শুরু করেছি। এ বছরও চাঁদপুর সদরে প্রাথমিক বিদ্যালয়ের ৫ থেকে ৬ হাজার শিশুকে বিনামূল্য সাঁতার প্রশিক্ষণ দেবো। এ জন্যে ৫০ জন করে গ্রুপভিত্তিক ছেলে ও মেয়েদের পৃথক সাঁতার প্রশিক্ষক রাখা হয়েছে। প্রতিটি শিশু সর্ব্বোচ্চ ১২দিনের মধ্যে সাঁতার শিখতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়