বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০০:১২

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের করুণ মৃত্যু

প্রবীর চক্রবর্তী :
ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের করুণ মৃত্যু

ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের একটি ক্ষেতের মধ্যে বিদ্যুতায়িত হয়ে ‎আব্দুল মান্নান (৪২) নামে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) রাত প্রায় ১২টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এর আগে আ. মান্নানের লাশ রাত ১০ টার দিকে তার ছেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের পাশেই তার বাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাফুয়া গ্রামে। আ. মান্নান ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং ২ মেয়ে ও ১ ছেলের জনক।

স্থানীয় লোকজন জানায়, এই ক্ষেতের উপর দিয়ে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি বিদ্যুতের লাইন (জেনারেটর) সাফুয়া গ্রামের বাইতুন নুর জামে মসজিদে গেছে। ধারণা করা হচ্ছে, আ. মান্নান ওই তারেই জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

আ. মান্নানের মেয়ে ফারজানা জানান, তার বাবা সকালে কাজের জন্যে বের হয়ে সারাদিন ফিরেন নি। পরে তার ভাই শারীরিক প্রতিবন্ধী রমজান খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাবার লাশ বাড়ির পাশের ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন।

সাফুয়া গ্রামের দোকানদার সাগর জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আ. মন্নান তার দোকানে এসে নাস্তা করে যান। এরপর তার দেখা মিলেনি।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা নির্ণয় করার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়